Jyoti Kana Bhowmik

Au CHUM, est décédée le 25 novembre 2021, à l'âge de 92 ans, Madame Jyoti Kana Bhowmik, épouse de feu Jitendra Lal Bhowmik.

Elle laisse dans le deuil parents et amis.

সি এইচ ইউ এম (CHUM) হাসপাতালে আমাদের প্রিয় ঠাকুরমা শ্রীমতি জ্যোতিকনা ভৌমিক অগ্নিদগ্ধ হয়ে গত একুশ দিন ধরে মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই করে বিগত ২৫ নভেম্বর, ২০২১ সালের দুপুর ১২:৪৩মি পরলোকগমন করিয়াছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯২ বছর। তিনি ছিলেন একজন মমতাময়ী মা, আদরের ঠাকুরমা, গর্বিত বড় মা এবং আমাদের সমাজের অনুপ্রেরনা।
তিনি কুমিল্লা জেলার,বুড়িচাঙ্গ উপজেলার, বাঘাপাড়া গ্রামে ১৯২৯ সালের ৩রা মে জন্মগ্রহন করেছিলেন। তাঁর পিতা ছিলেন স্বর্গীয় জমিদার ব্রজ মোহন ভৌমিক। আমাদের ঠাকুরমা কুমিল্লার নিবেদিতা বালিকা উচ্চবিদ্যালয় থেকে শিক্ষাগ্রহন করেছিলেন। তিনি আমাদেরকে ঘুমপাড়ানোর বেলায় প্রায়ই সেই সময়ের স্মৃতিচারন করতেন। যেমন, কেমন করে তাঁর পিতা হাতির পিঠে চড়ে বিবাহ করতে গিয়েছিলেন এবং আমাদের ঠাকুরমাকে, তাদের বিশ্বস্ত শিখ গাড়িচালক নিয়মিত স্কুলে আনা নেওয়া করতেন। ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় ঠাকুরমা ও তাঁর পরিবারবর্গ ভারতে বসবাসের জন্য চলে গিয়েছিলেন।
বিবাহ পরবর্তী সময়ে আমাদের ঠাকুরমা ব্রাহ্মনবাড়িয়ার উলচাপাড়া গ্রামের বেপারী বাড়িতে তাঁর নতুন জীবন শুরু করেছিলেন। তিনি অতি অল্প সময়ের মধ্যেই নতুন পরিবেশে এই ব্যবসায়ী পরিবারবর্গের সাথে ভালোবাসার বন্ধনে নিজেকে আবদ্ধ করেছিলেন। জমিদার কন্যা হয়েও তিনি তাঁর নিজের মেধা ও যোগ্যতায় নতুন পরিবেশে নতুন পরিবারবর্গের সাথে মিলেমিশে বিভিন্ন ধরনের সাংসারিক কর্মকান্ডে অসাধারন দক্ষতার পরিচয় দিয়েছিলেন। যার মধ্যে ৠতুকালীন ফসল উত্তোলন, বিভিন্ন সময়ের পূজার্চনা, শ্রমিকদের পরিচালনার পাশাপাশি সাত ছেলেমেয়েদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। সব কিছুর পরেও তাঁর জীবন সম্পর্কে কোন অভিযোগ ছিল না এবং সবসময়ই তিনি আমাদেরকে তাঁর জীবনের সোনালী সময়ের কথা বলতেন। এইভাবেই জীবনপথের অভিজ্ঞতা থেকে তিনি নিজেকে ধীরে ধীরে একজন আত্ননির্ভরশীল, দক্ষ এবং সময়নিষ্ঠ মানুষ হিসেবে তৈরি করেছিলেন। যা পরবর্তীতে আমরা প্রতক্ষ্যভাবে দেখেছিলাম যে, ৯২ বছর বয়স পর্যন্তও কোনরকম সাহায্য ছাড়াই,ওষুধপএ গ্রহন এবং দৈনন্দিন জীবনের কাজকর্ম সম্পন্ন করে থাকতেন।
১৯৭১ সালে,মুক্তিযুদ্ধের সময় তিনি তাঁর পরিবারবর্গের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত, এই যুদ্ধে আমাদের ঠাকুরদাদা স্বর্গীয় জীতেন্দ্র লাল ভৌমিক কে পাকিস্তানী হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছিলো। একইসাথে সমস্ত বিষয় সম্পত্তিও ধ্বংস করে ফেলেছিলো। মর্মাহত হওয়া সত্ত্বেও, আমাদের ঠাকুরমা কঠিন মনোবল নিয়ে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে পুনরায় এসে তাঁর পরিবারবর্গের সাথে নতুন জীবন শুরু করার প্রচেষ্ঠা করেছিলেন।
আমাদের ঠাকুরমা ১৯৯৮ সালে কানাডা আসেন এবং দুই ছেলে ও পরিবারবর্গের সাথে তাঁর জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত কাটিয়েছিলেন। বড় হওয়ার প্রতিটি মুহুর্তে আমরা সবসময়ই তাঁকে আমাদের পাশে পেয়েছি। আমরা প্রায়ই মজা করে তাকে বলতাম, “ঠাকুমা, নো চিন্তা”। সে জন্য, যতক্ষন পর্যন্ত তিনি আমাদের পাশে ছিলেন ততক্ষন আমরা কোন চিন্তা অনুভব করতাম না । আমরা তাঁকে ছাড়া একটি মুহুর্তও কল্পনা করতে পারি না। ঠাকুমার নামের অর্থ “দৈবিক আলো” এবং তিনি থাকাকালীন সময়ে এই আলোর উষ্ণতা আমরা সবসময়ই অনুভব করতাম।
আমাদের ঠাকুরমা মৃত্যূকালে চার মেয়ে, ইন্দিরা দেবনাথ, নন্দিতা দেবনাথ, মল্লিকা ভৌমিক,ছবি ভৌমিক।
দুই ছেলে, শ্রী বিদ্যুৎ ভৌমিক এবং শ্রী রামকৃষ্ণ ভৌমিক
তাঁর তিনি ছেলের স্ত্রী শ্রীমতি তাপসী ভৌমিক, (স্বর্গীয় পুত্র প্রদুৎ ভৌমিকের স্ত্রী) শ্রীমতি গৌরি ভৌমিক, শ্রীমতি রুমা ভৌমিক।
তাঁর অনেক নাতি নাতনির মধ্যে কৌশিক ভৌমিক, কৌশল ভৌমিক, মৌসুমি দেবনাথ, সুস্মিতা দেবনাথ ,প্রেরনা ভৌমিক, রোদেলা ভৌমিকা ,পিংকি ভৌমিক এবং নাতির স্ত্র্রী নিতা দেবনাথ এবং আরো অনেক অনুগ্রহ আত্নীয়স্বজন রেখে গেছেন।

অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার স্থানঃ Urgel bourgie /Athos-complexe funeraire Lasalle
1275, Dollard ave,Lasalle. Quebec H8N 2J1

সময়. 10 am to 1pm আসছে রবিবার, November 28 ,2021
অগ্নিক্রিয়া কর্ম অনুষ্ঠিত হবে সময়ঃ 1:30 min
স্থান ঃ 1750, Rue Notre Dame, Lachine,QC H8S 2E7